মন খারাপ করা মেঘলা বিকেলে মুখোমুখি হই একান্ত আমার। এ কোন অচিনপুর, যেখানে হেঁটে চলেছি আমি। শূন্যতার প্রস্থ গ্রাস করার মতন শুভ্রতা এখানে নেই।কুহকী এই অন্ধকারের সীমান্তে নিজেকে খুব বেশি ব্যস্ত রাখতে ইচ্ছে করে। ফাঁকা রুমের মাঝে গান ছেড়ে, সন্ধ্যার মতন সমাপ্তি নামাতে চাই এই নির্বাসনের। দুরের আকাশে মেঘের ভেসে বেড়ানো দেখতে পাই না কিংবা বৃষ্টি এলে সেই সোঁদা গন্ধ ফিরে আসে না নাকে।
মার, কি কর জানতে চেয়ে করা সেই ফোন কলটা আর সহসা আসে না। কখনও মনে হয়, এইতো এখনই চলে যাব মায়ের কাছে। কিন্তু এই স্বপ্নময় জড়তা। ডানাহীন আমার অপারগতা।