আয়নার সামনে ঝুঁকে দাঁড়ালে আজকাল নিজেকে খুব ফাঁকা মনে হয়। বুকের গহীনে শুধু একটা সরলরেখা দেখি। স্মৃতিবিন্দুতে জমে থাকা অর্থহীন সব বিষাদ। দৃশ্যবদলে, আমি মেঘবন্দী।
কে রে তুই, কে রে তুই,
সব সহজ শৈশবকে
বদলে দিলি কিছু যান্ত্রিক বর্জ্যে,
তুই, কে রে তুই,
যত বিষাক্ত প্রলোভনে
আমায় ঠেলে দিলি কোন এক ভুল স্রোতে?