নিঃশব্দ একটা ছায়া তোমার চারিপাশে
আমার থেকে তোমাকে অনেক দূরের কোন গন্তব্যে নিয়ে যায়
আমি অধরা থেকে যাই
আমার স্বপ্নগুলোও অধরা থেকে যায়
শুধু কান্নারা প্রাণের আলোয় ভেসে বেড়ায়।
আমি তো কথা কই না,
আমার চোখে পানি আসে না, শুধু হৃদয়ে নীরব রক্তক্ষরণ
তোমার পাশে আমি তবুও আমার কথায় হাজার নিস্তব্দতা
আজও আমার এলোমেলো পাগলামী তোমাকে হাসায়,
কখনো তোমার অভিমানী মন আফসোসের জমিনে শেকড় ছড়ায়
আর আমি অসহায় হয়ে আকাশের চাঁদ খুঁজি, আমার সেই চাঁদ
একটু মুচকি হাসির চাঁদ, অনেক বছরের লালিত বাসনার চাঁদ
কিন্তু তুমি?
তুমি তো সময়ের দোহাই দিয়ে একটা সবুজ ক্ষেতে আগুন দিয়েছো
কিংবা যদি বলি-
হাজার বার খুনি হওয়ার পরও তুমি আবারও খুনি হও
প্রতিদিন আমার প্রতিটা স্বপ্ন খুনি,
তবে হয়তো আমাকে ছেড়ে যাওয়ার ভয় দেখাবে
হয়তো আমার হাত ছোঁবে না তুমি,
তুমি জানো কি?
আমি অনেকটা ভয় নিয়ে থাকি; শুধু হারানোর ভয়
তোমাকে হারানোর ভয়।
(৩১ আগষ্ট ২০১৪)